মাউশি ডিজি
শিক্ষা সেবার মাধ্যমে জাতি কে এগিয়ে নিতে হবে- মাউশি ডিজি

- আপডেট সময় : ০৯:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

৭১ এর স্বাধীনতা,৯০ এর গণআন্দোলন, ২৪ এর গণঅভ্যুত্থান এসবের লক্ষ্য ছিল সমতা ভিত্তিক, শোষণমুক্ত,বৈষম্যহীন সমাজের এবং দেশটাকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা। এবারের আন্দালনে আবার সুযোগ এসেছে নতুন রূপে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার। শিক্ষা সেবার মাধ্যমে জাতি ও দেশকে সেদিকে এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজি প্রফেসর ড. মোহাম্মদ আজাদ খান মধুপুর সরকারি কলেজ ও মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সারপ্রাইজ ভিজিটে এসে এমন কথা বলেন।
মধুপুর সরকারি কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তাৎক্ষণিক মতবনিময় সভায় আজাদ খান বলেন, শিক্ষকদের ক্লাসমুখী হয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চটা দিতে হবে। পাঠদানের শিখন ফলের দিকে নজর রাখার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষকদের প্রতি তিনি আহবান করেন, রুটিন মাফিক এবং শিক্ষার্থীদের আকৃষ্ট করার মতো ক্লাস নেয়ার। নিজেরা দায়িত্বশীল থেকে প্রতিষ্ঠান প্রধানকে কলেজ পরিচলনায় সহযোগিতা করার। আইটি সেক্টর ব্যবহার,লাইব্রেরির ব্যবহার, প্রতিষ্ঠানের ওয়েভসাইট আপডেট, রোভার স্কাউট সচল, সহপাঠ্যক্রমিক কার্যক্রম, এক্সট্রাকারিকুলাম কার্যক্রম পরিচালনা, সংশ্লিষ্ট ঐতিহ্য কে প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করা, সেবা সহজীকরণ,অভিভাবকদের মূল্যায়ণ ইত্যাদির প্রতি জোর নজর দিতে তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন। অনুষ্ঠানে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কলেজের শিক্ষকদের মধ্যে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গণিতের আব্দুল মান্নান, সমাজ কল্যাণ বিভাগেন আব্দুস সবুর, সমাজবিজ্ঞান বিভাগের হুমায়ুন কবির, গণিতের সামাদ মল্লিক,ব্যবস্থাপনা বিভাগের বকুল, বাংলার সাইফুল ইসলাম, আইনজীবী ইলিয়াস হোসেন মনি, সাবেক ছাত্র সাংবাদিক এস.এম শহীদ, জুলাই আন্দোলনের নেতা সাবেক ছাত্র সবুজ মিয়া, সাংবাদিক আনোয়ার সাদাৎ ইমরান, ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইনস্টিটিউটের সরকারি অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার, মধুপুরের মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক ছনোয়ার হোসেন বক্তৃতা করেন।
পরে ডিজি আজাদ খান গত ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফেরত বোর্ড ফি’র টাকা বিতরণ, কলেজের আইটি সেন্টার পরিদর্শনসহ কলেজের ক্যাম্পাস, বিভাগ ঘুরে ঘুরে দেখেন। এরপর পাশের রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদের কক্ষে কিছুক্ষণ অবস্থান করে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নেন।
শালবনবার্তা২৪.কম/এআর