পর্যায়ক্রমে পৌরসভা ও সব ইউনিয়নে- ইউএনও
মধুপুরে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

- আপডেট সময় : ১০:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ২৬০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের আলোকদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. শাহিনুর ইসলাম প্রামাণিক।
এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রহিম, গোলাম মোস্তফা, টাঙ্গাইল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরীন প্রমুখ ইপস্থিত ছিলেন।
এ দিনে আলোকদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা প্রথম এই উপজেলায় তাদের স্মার্ট পরিচয়পত্র পেলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানান, পরবর্তীতে পৌরসভাসহ বাকি ১০ ইউনিয়নের নাগরিকদের মাঝে ধারাবাহিকভাবে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
শালবনবার্তা২৪.কম/এআর