দোখলায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট
ফাইনালে ফেগামারী ৪-১ গোলে চ্যাম্পিয়ান
- আপডেট সময় : ০৭:১৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের দোখলা পিকনিক মাঠে অনুষ্ঠিত জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ৪-১ গোলে মধুপুরের ফেগামারী একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। রানারআপ হয়েছে ধনবাড়ী উপজেলার উখারিয়াবাড়ী মিতালী ফুটবল ক্লাব একাদশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলার দোখলা জাতীয় উদ্যান মাঠে ফাইনাল খেলার মধ্য দিয়ে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের এবারের পর্দা নেমেছে।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরণখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক শারমীন সুলতানা সুমী, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ, মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. শহীদ ও দপ্তর সম্পাদক মো. লিটন সরকার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট উদযাপন কমিটির সভাপতি ফিলিপ কুবি, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মো. ফরমান আলী। অসংখ্য নারী পুরুষ শিশু দর্শক এই ফাইনাল খেলা উপভোগ করেছেন।
ফাইনাল খেলায় ফেগামারী একাদশ ৪–১ গোলে উখারিয়াবাড়ী মিতালি ক্লাব একাদশ’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। হ্যাট্রিক করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের খেলোয়াড় রুবেল।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ।
স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সমাজে ইতিবাচক ধারা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।














