সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইউএনও মির্জা জুবায়ের হোসেনের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা
- আপডেট সময় : ১০:৪৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা জুবায়ের হোসেনের হোয়াটসঅ্যাপ নাম্বার ও ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তিনি সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
ইউএনও জানান, সম্প্রতি তার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর,ফেইসবুক ক্লোন করেছে হ্যাকার। হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তিকে মেসেজ পাঠানো হচ্ছে। এসব মেসেজে অনেকে বিভ্রান্ত হতে পারেন— তাই তিনি কোনো অজানা নাম্বার বা সন্দেহজনক প্রোফাইল থেকে পাওয়া কল বা মেসেজে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
ইউএনও মির্জা জুবায়ের হোসেন রোববার রাতে মধুপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তিনি বলেন, “আমার অফিসিয়াল নাম্বার ও ফেসবুক আইডি থেকে কেউ মেসেজ বা কল পেলে বা কোনো কিছু লেনদেন থেকে বিরত ও সতর্ক থাকবেন।”
মধুপুর থানা সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।










