ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা

মধুপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১১:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে মনোনয়ন কেন্দ্রিক ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় শহরের দুটি বেসরকারি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় জামালপুর রোড এলাকায় অবস্থিত এশিয়া হসপিটাল ও বাসস্ট্যান্ডের লাইফ কেয়ার হসপিটালে হামলা ও ভাংচুর চালায় সংঘর্ষে জড়িতরা।

হামলার সময় হাসপাতালের কাঁচের দরজা ও বিভিন্ন আসবাবপত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মাঝে।

ঘটনার প্রতিবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন, মধুপুর উপজেলা শাখা বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জামালপুর রোডে নিজস্ব কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক ও মেট্রো হসপিটালের পরিচালক ডা. নাজমুল হোসেন রনি জানান, স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক সহিংসতার বলি হতে দেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। বৃহস্পতিবারের মানববন্ধনে সংশ্লিষ্টদের অংশ গ্রহণের আহবানও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা

মধুপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর

আপডেট সময় : ১১:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে মনোনয়ন কেন্দ্রিক ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় শহরের দুটি বেসরকারি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় জামালপুর রোড এলাকায় অবস্থিত এশিয়া হসপিটাল ও বাসস্ট্যান্ডের লাইফ কেয়ার হসপিটালে হামলা ও ভাংচুর চালায় সংঘর্ষে জড়িতরা।

হামলার সময় হাসপাতালের কাঁচের দরজা ও বিভিন্ন আসবাবপত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মাঝে।

ঘটনার প্রতিবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন, মধুপুর উপজেলা শাখা বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জামালপুর রোডে নিজস্ব কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক ও মেট্রো হসপিটালের পরিচালক ডা. নাজমুল হোসেন রনি জানান, স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক সহিংসতার বলি হতে দেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। বৃহস্পতিবারের মানববন্ধনে সংশ্লিষ্টদের অংশ গ্রহণের আহবানও জানিয়েছেন তিনি।