ব্যতিক্রমী আয়োজনে মধুপুরে মহান বিজয় দিবস উদযাপন
- আপডেট সময় : ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রমী ও উৎসবমুখর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের গুবুদিয়া গ্রামে একটি খালি জমিতে বেরিবাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আমিনুল ইসলামের সহযোগিতায় এবং স্থানীয় যুবসমাজের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গ্রামীণ ঐতিহ্যের প্রতীক হাডুডু, রশি টানা খেলা, কলাগাছে ওঠাসহ শিশুদের জন্য নানান ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিশু, কিশোর ও প্রবীণসহ সব বয়সী মানুষ অংশ নেন। পাশাপাশি প্রায় বিলুপ্তির পথে থাকা দেশীয় খেলাগুলো উপভোগ করতে গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী উপস্থিত হন।
এ সময় বেরিবাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আমিনুল ইসলাম বলেন, “এক সময় গ্রামীণ খেলাধুলাই ছিল স্থানীয় আনন্দ-বিনোদনের প্রধান মাধ্যম। বর্তমানে এসব খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। দেশীয় ও মাটির সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী হাডুডুসহ হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাগুলোর আয়োজন করা হয়েছে।”
অন্যদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে বেরিবাইদ ইউনিয়ন যুবদল নেতা মো. আমিনুল ইসলামের ব্যক্তিগত আয়োজনে ময়ূরমাড়া সিএমএফ কিন্ডারগার্টেন স্কুল মাঠে একটি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেরিবাইদ ইউনিয়নের ইউপি সদস্য মো. জুলহাস উদ্দিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজমত আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন নাজিম উদ্দীন এবং খলিলুর রহমান।























