ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে দরিদ্র শিশু অভিভাবকদের মাঝে বিনামূল্যে গবাদি পশু বিতরণ

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৯:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

প্রকল্পের উপকারভোগী শিশুদের অভিভাবকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে আয়বর্ধক কর্মসূচির আওতায় মধুপুরে বিনামূল্যে গবাদি পশু বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নে শেড বোর্ড (বিবিসিএস) এর সহযোগিতায় ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে প্রকল্পের একটিভিটি রুমে এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এলসিসি চেয়ারম্যান সুপেন্দ্র হাদিমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুজ্জামান।

সমাজকর্মী শুল্কা আতিওয়ারার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার যীয়ূশ হাগিদক, এলসিসি সদস্য প্রবল ম্রং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. লিটন সরকার, এলসিসি সদস্য লেবিশন চিরান, সুবাশন আতিওয়ারা, ফিলিশন চিরান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শহিদুজ্জামান বলেন,
“গবাদি পশু পালন একটি লাভজনক ও টেকসই আয়মুখী কার্যক্রম। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই পশুগুলো অভিভাবকদের পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিশুদের পুষ্টি ও শিক্ষার উন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে।”

প্রজেক্ট ম্যানেজার যীয়ূশ হাগিদক তার বক্তব্যে বলেন, এই ধরনের আয়বর্ধক উদ্যোগ প্রকল্পভুক্ত শিশুদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। অভিভাবকরা আন্তরিকভাবে কাজ করলে তাদের জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে উপকারভোগী শিশুদের অভিভাবকদের হাতে গবাদি পশু তুলে দেওয়া হয়। পাশাপাশি পশু পরিচর্যা, টিকা প্রদান ও রোগ প্রতিরোধ বিষয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুরে দরিদ্র শিশু অভিভাবকদের মাঝে বিনামূল্যে গবাদি পশু বিতরণ

আপডেট সময় : ০৯:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

প্রকল্পের উপকারভোগী শিশুদের অভিভাবকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে আয়বর্ধক কর্মসূচির আওতায় মধুপুরে বিনামূল্যে গবাদি পশু বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নে শেড বোর্ড (বিবিসিএস) এর সহযোগিতায় ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে প্রকল্পের একটিভিটি রুমে এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এলসিসি চেয়ারম্যান সুপেন্দ্র হাদিমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুজ্জামান।

সমাজকর্মী শুল্কা আতিওয়ারার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার যীয়ূশ হাগিদক, এলসিসি সদস্য প্রবল ম্রং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. লিটন সরকার, এলসিসি সদস্য লেবিশন চিরান, সুবাশন আতিওয়ারা, ফিলিশন চিরান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শহিদুজ্জামান বলেন,
“গবাদি পশু পালন একটি লাভজনক ও টেকসই আয়মুখী কার্যক্রম। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই পশুগুলো অভিভাবকদের পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিশুদের পুষ্টি ও শিক্ষার উন্নয়নেও এর ইতিবাচক প্রভাব পড়বে।”

প্রজেক্ট ম্যানেজার যীয়ূশ হাগিদক তার বক্তব্যে বলেন, এই ধরনের আয়বর্ধক উদ্যোগ প্রকল্পভুক্ত শিশুদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। অভিভাবকরা আন্তরিকভাবে কাজ করলে তাদের জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে উপকারভোগী শিশুদের অভিভাবকদের হাতে গবাদি পশু তুলে দেওয়া হয়। পাশাপাশি পশু পরিচর্যা, টিকা প্রদান ও রোগ প্রতিরোধ বিষয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী অভিভাবকরা উপস্থিত ছিলেন।