বিএনপির মনোনয়ন না পেয়ে
স্বতন্ত্র প্রার্থী হতে কর্নেল (অব.) আজাদের মনোনয়ন ফরম সংগ্রহ
- আপডেট সময় : ০৬:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কর্নেল (অবসরপ্রাপ্ত) আসাদুল ইসলাম আজাদ। বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেনের কাছ থেকে কর্নেল আজাদের পক্ষে তার নেতা সমর্থকগণ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কর্নেল আজাদের বড় ভাই আশরাফুল ইসলাম মাসুদ এবং কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক আবুল কালাম আজাদ। এছাড়াও তাঁর সমর্থক ও নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহকালে সেখানে উপস্থিত ছিলেন।
দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে অংশগ্রহণের প্রত্যয়ে কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বলে জানান তার ঘনিষ্ঠ সমর্থকরা।
তাঁর ফরম সংগ্রহের মধ্য দিয়ে মধুপুরে এ পর্যন্ত চার জন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ হয়েছে। এর আগে বুধবার ফকির মাহবুব আনাম স্বপন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।























