কাল থেকে ভারী বৃষ্টির শঙ্কা
বৈশাখ মাসের প্রথম দিন থেকেই ধান কাটা শুরু করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃষকেরা

- আপডেট সময় : ০৭:৪৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের বোরো ধান এখনও পুরোপুরি না পাকলেও অকালবন্যার শঙ্কায় আগেভাগেই ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে, উপজেলার হাওরাঞ্চলে ইতোমধ্যে ৩০ শতাংশের বেশি জমির ফসল ঘরে তুলেছেন কৃষকরা।
স্থানীয় কৃষকদের ভাষ্য, বাঁধের অবস্থা সন্তোষজনক নয়। ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ এবং স্থানীয় নদনদীর পানি বৃদ্ধির সম্ভাবনায় যেকোনো সময় হাওর প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অনেকেই ঝুঁকি না নিয়ে আধাপাকা ধান কেটে নিচ্ছেন।
গত মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা জরুরি আবহাওয়াবার্তায় জানানো হয়, ২১ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে জেলার নদনদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এমন প্রেক্ষাপটে হাওরের যেসব জমির ধান ৮০ ভাগ পেকেছে, তা দ্রুত কাটতে কৃষকদের অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।
কবিরপুর গ্রামের কৃষক জায়েদ আহমদ বলেন, “হাওরের ধান নিয়ে আমরা সবসময়ই চিন্তায় থাকি। এ বছরও বাঁধ ভালো নয়। ভারী বৃষ্টি ও ভারতের পানি এলে হাওরের বড় ক্ষতি হতে পারে। তাই ঝুঁকি না নিয়ে এখনই ধান কেটে নিচ্ছি।”
মইয়ার হাওরের কৃষক টুনু মিয়া জানান, প্রশাসনের সতর্কতা পাওয়ার পর থেকেই অধিকাংশ কৃষক ধান কাটা শুরু করেছেন। “পুরো পাকার আগেই কেটে নিচ্ছি, কারণ এই ফসল আমাদের সারা বছরের ভরসা,” বলেন তিনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, “এ বছর ১২টি হাওরে ২০ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে প্রায় ৩০ ভাগ জমির ধান কাটা শেষ। ৭৪টি হারভেস্টিং মেশিন এবং ১৮ হাজার শ্রমিক মাঠে কাজ করছেন। আবহাওয়া ভালো থাকলে আগামী ৫ মে’র মধ্যেই ধান কাটা সম্পন্ন হবে।”
শালবনবার্তা২৪.কম/এআর