উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মধুপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ

- আপডেট সময় : ১০:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

আসছে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
কৃষির সংশ্লিপ্ত বিভাগ উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে এ প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মোহাম্মদ জুবায়ের হোসেনরবিবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কর্মসূচীর উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রকিব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি, এবিএম খায়রুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম রাজু, মোঃ শহীদুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন’শ জন কৃষকের মাঝে খরিফ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে পাঁচ কেজি বীজ ও বিশ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শালবনবার্তা২৪.কম/এআর