মধুপুরে দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষার্থী শারমিন আক্তার সুমী (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার আউশনারা ইউনিয়নের পূর্ব লাইনপাড়া এলাকার পাশের ফুপুর বাড়ি (জামাল মুন্সির বাড়ি) থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থা থেকে ভাতিজির লাশ উদ্ধার হয়েছে।
তরিকতে সুন্নাতিয়া আউশনারা লাইনপাড়া দাখিল মাদরাসা থেকে এবারের দাখিল পরীক্ষার্থী নিহত সুমী ওই গ্রামের জয়েন উদ্দিন বট্টু’র ছোট মেয়ে। গলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা অবস্থায় নিহতকে উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা জয়েন উদ্দিন বট্টু জানান, কয়েকদিন ধরে সুমী পাশের ফুপুর বাড়িতে (জামাল মুন্সির বাড়ি) অবস্থান করছিল। সকালে ঘুম থেকে না ওঠায় ডাকতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।অজ্ঞাত কারণে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, প্রাথমিকভাবে ধ্রাণা করা হচ্ছে আত্নহত্যা। প্রেমঘটিত কারণে এমনটা হতে পারে। লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে জানা যাবে মূল কারণ।