ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু অথচ মামলায় দাবি হত্যা !

মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী আবিরের মুক্তির দাবিতে মধুপুরে বিক্ষোভ মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৯:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

মধুপুরে বেড়াতে এসে মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়ে মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হত্যা মামলায় আটক কারাবন্দী এইচএসসি পরীক্ষার্থী আবির হাসানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। কর্মসূচিতে ওই মামলাকে সাজানো হত্যা মামলা দাবি করে এর প্রতিবাদ এবং অবিলম্বে এ মামলা প্রত্যাহারের আহবান জানিয়েছে বিক্ষোভকারীরা। কারাবন্দী আবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বক্রিয় কর্মী।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্ত¡রে মধুপুরের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এমন কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন জুলায়ের বৈষম্য বিরোধী আন্দোলননের নেতা সবুজ মিয়া, মাজহারুল ইসলাম মানিক, আবিরের বন্ধু মধুপুর সরকারি কলেজের শিক্ষার্থী মারুফ, নয়ন, টাঙ্গাইলের এমএম আলী সরকারি কলেজের শিক্ষার্থী ইমরান, ধনবাড়ীর ভাইঘাট আইডিয়াল কলেজের সাজ্জাদ, সেলিম পারভেজ,ব্যবসায়ী খসরু,শহীদুল।
তারা জানান, চলতি বছরের ৭ জানুয়ারি কুমুদিনী সরকারি মহিলা কলেজের ৫ শিক্ষার্থী প্রাইভেট পড়ার নাম করে কলেজ থেকে বের হয়ে মধুপুরে বেড়াতে আসে। বন্ধুদের সাথে বন, রাবার বাগান, বানর দেখে ফেরার পথে বন্ধু জাকারিয়ার মোটরসাইকেলের পিছন থেকে পড়ে আহত হয়ে অথৈ মনি নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ১৪ জানুয়ারি ঢাকার হাসপাতালে মারা গিয়েছে। অথৈ মির্জাপুর উপজেলার থলপাড়া ফতেপুর গ্রামের মো. কালামের মেয়ে। ওইদিন বেড়ানোর গ্রæপে বান্ধবীদের মধ্যে ছিলো লামিয়া জান্নাত,ঐশি,তন্নী, অপি। আর মধুপুরের বন্ধুরা ছিলা জাকারিয়া, আবির হাসান, মারুফসহ কয়েকজন।
এদিকে মেয়ের মৃত্যুর ঘটনায় অথৈ মনির মা আলেয়া বেগম ১৫ জানুয়ারি দন্ড বিধির ৩০২/১০৯ ধারায় টাঙ্গাইল জজ কোর্টের মধুপুরের আমলী আদালতে পিটিশিন দেন। এতে তন্নী ও ঐশিকে বাদ রেখে জাকারিয়া, লামিয়া জান্নাত,অপি ও আবির হাসানের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাত আসামী করা হয়। যা ৯ এপ্রিলে মধুপুর থানায় মামলা হিসেবে রুজু হয়্ । এই মামলায় গত ১৪ এপ্রিল এলাকার একটি মেলা থেকে আবির কে পুলিশ আটক করে আদালতে হাজির করে। আদালত তাকে হাজতে পাঠিয়েছে। মধুপুর সরকারি কলেজ থেকে আবির এবারের এইচএসসি পরীক্ষার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বন্ধু হিসেবে তাদের সাথে থাকা মারুফ জানান, পুরোটাই মিথ্যা তথ্যের ভিত্তিতে হয়রানি করতে মামলা করা হয়েছে। এই মামলায় আসামীরা শিক্ষার্থী। তাদের জীবন নষ্ট করতে এমন করা হতে পারে। তিনি এ ঘটনায় সঠিক তদন্ত হলে সব খোলাসা হবে বলে দাবি করেন।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু অথচ মামলায় দাবি হত্যা !

মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী আবিরের মুক্তির দাবিতে মধুপুরে বিক্ষোভ মানববন্ধন

আপডেট সময় : ০৯:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

মধুপুরে বেড়াতে এসে মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়ে মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হত্যা মামলায় আটক কারাবন্দী এইচএসসি পরীক্ষার্থী আবির হাসানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। কর্মসূচিতে ওই মামলাকে সাজানো হত্যা মামলা দাবি করে এর প্রতিবাদ এবং অবিলম্বে এ মামলা প্রত্যাহারের আহবান জানিয়েছে বিক্ষোভকারীরা। কারাবন্দী আবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বক্রিয় কর্মী।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্ত¡রে মধুপুরের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এমন কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন জুলায়ের বৈষম্য বিরোধী আন্দোলননের নেতা সবুজ মিয়া, মাজহারুল ইসলাম মানিক, আবিরের বন্ধু মধুপুর সরকারি কলেজের শিক্ষার্থী মারুফ, নয়ন, টাঙ্গাইলের এমএম আলী সরকারি কলেজের শিক্ষার্থী ইমরান, ধনবাড়ীর ভাইঘাট আইডিয়াল কলেজের সাজ্জাদ, সেলিম পারভেজ,ব্যবসায়ী খসরু,শহীদুল।
তারা জানান, চলতি বছরের ৭ জানুয়ারি কুমুদিনী সরকারি মহিলা কলেজের ৫ শিক্ষার্থী প্রাইভেট পড়ার নাম করে কলেজ থেকে বের হয়ে মধুপুরে বেড়াতে আসে। বন্ধুদের সাথে বন, রাবার বাগান, বানর দেখে ফেরার পথে বন্ধু জাকারিয়ার মোটরসাইকেলের পিছন থেকে পড়ে আহত হয়ে অথৈ মনি নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ১৪ জানুয়ারি ঢাকার হাসপাতালে মারা গিয়েছে। অথৈ মির্জাপুর উপজেলার থলপাড়া ফতেপুর গ্রামের মো. কালামের মেয়ে। ওইদিন বেড়ানোর গ্রæপে বান্ধবীদের মধ্যে ছিলো লামিয়া জান্নাত,ঐশি,তন্নী, অপি। আর মধুপুরের বন্ধুরা ছিলা জাকারিয়া, আবির হাসান, মারুফসহ কয়েকজন।
এদিকে মেয়ের মৃত্যুর ঘটনায় অথৈ মনির মা আলেয়া বেগম ১৫ জানুয়ারি দন্ড বিধির ৩০২/১০৯ ধারায় টাঙ্গাইল জজ কোর্টের মধুপুরের আমলী আদালতে পিটিশিন দেন। এতে তন্নী ও ঐশিকে বাদ রেখে জাকারিয়া, লামিয়া জান্নাত,অপি ও আবির হাসানের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাত আসামী করা হয়। যা ৯ এপ্রিলে মধুপুর থানায় মামলা হিসেবে রুজু হয়্ । এই মামলায় গত ১৪ এপ্রিল এলাকার একটি মেলা থেকে আবির কে পুলিশ আটক করে আদালতে হাজির করে। আদালত তাকে হাজতে পাঠিয়েছে। মধুপুর সরকারি কলেজ থেকে আবির এবারের এইচএসসি পরীক্ষার্থী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বন্ধু হিসেবে তাদের সাথে থাকা মারুফ জানান, পুরোটাই মিথ্যা তথ্যের ভিত্তিতে হয়রানি করতে মামলা করা হয়েছে। এই মামলায় আসামীরা শিক্ষার্থী। তাদের জীবন নষ্ট করতে এমন করা হতে পারে। তিনি এ ঘটনায় সঠিক তদন্ত হলে সব খোলাসা হবে বলে দাবি করেন।

 

শালবনবার্তা২৪.কম/এআর