ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাব থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালির সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান।

তিনি জানান, খবর পাওয়ার পর চট্টগ্রাম ক্লাবে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ বর্তমানে চট্টগ্রাম ক্লাবেই রয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছালে সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।

জানা গেছে, হারুন-অর-রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসর গ্রহণ করেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি ডেসটিনি গ্রুপের সভাপতি হন। পরবর্তীতে গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলায় তিনি কারাগারে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাব থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালির সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান।

তিনি জানান, খবর পাওয়ার পর চট্টগ্রাম ক্লাবে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ বর্তমানে চট্টগ্রাম ক্লাবেই রয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছালে সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।

জানা গেছে, হারুন-অর-রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসর গ্রহণ করেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি ডেসটিনি গ্রুপের সভাপতি হন। পরবর্তীতে গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলায় তিনি কারাগারে যান।