ধনবাড়ীতে মোটরসাইকেল
পিকআপভ্যানের সংঘর্ষে তিনজন নিহত

- আপডেট সময় : ০৭:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল – পিকআপভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার ছয়টার দিকে ধনবাড়ী উপজেলার নল্লাবটতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার ওসি এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৬ টার দিকে টাঙ্গাইল – জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লা বটতলায মোড়ে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন এবং পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। একজনকে উদ্ধার করে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলন – মোটরসাইকেল চালক জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নং চরের জিন্নাত আলীর ছেলে আল-আমিন (৩০), মোটরসাইকেল আরোহী চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া (৩৫) ও পিকআপ চালক জামালপুর সদর উপজেলার হাসিল মনিকা বাড়ির নুর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল ( ৩২)। মোটরসাইকেল আরোহী আহত একজন ময়মনসিংহ সদররের পান্ডাপাড়ার সাইদুল ইসলামের ছেলে মো. সানী(১৮) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল যোগে তিনজন ঘাটাইল সেনা বাহিনীর মাঠে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় বিপরীতে দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।