আজ থেকে শুরু অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়
- আপডেট সময় : ১১:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনকে (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বলার পরদিন থেকেই অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন- ৫ আগস্ট আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে। গতকাল নির্বাচন কমিশনকে রোজার আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা জানানো হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু। এই অধ্যায়ের প্রধান লক্ষ্যই হচ্ছে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করা।”
আজ দ্বিতীয়বারের মতো সচিবালয়ে যান অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনূস। সকাল ১০টা ২৫ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। নিরাপত্তার চাদরে মোড়া ছিল সচিবালয়। মন্ত্রিপরিষদের নতুন ভবনের কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এটাই
নবনির্মিত ভবনে কোনো সরকারপ্রধানের প্রথম বৈঠক।
এর আগে গত বছরের ২০ নভেম্বর তিনি প্রথম সচিবালয়ে গিয়েছিলেন। তখন বৈঠক হয়েছিল ছয় নম্বর ভবনে। এবার বৈঠকটি হয়েছে সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন নতুন ভবনে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’তে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়ে আসছিল। পরে পুরোনো প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কার করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তরিত করা হয় এবং নিয়মিত বৈঠক শুরু হয় সেখানেই।
















