ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা খাতে দুর্নীতি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রকল্পে ৪ কোটি টাকা আত্মসাৎ

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১২:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এদিন কলিমুল্লাহকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানায়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১৮ জুন কলিমুল্লাহসহ পাঁচজনকে আসামি করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে দুদক।

মামলার অন্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক একেএম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এমএম হাবিবুর রহমান।

মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেন এবং অনুমোদন ছাড়াই ৩০ কোটির বেশি টাকার চুক্তি সম্পাদন করেন। এছাড়াও ঠিকাদারের রানিং বিল থেকে কেটে নেওয়া নিরাপত্তা জামানতের এফডিআর লোন প্রদানে ব্যবহার করে সরকারের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেন। অগ্রিম অর্থ প্রদানের নিয়ম না থাকলেও ঠিকাদারকে বিল প্রদান করা হয় এবং তা সমন্বয়ের আগেই ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা হয়।

প্রথম পরামর্শক প্রতিষ্ঠানের নকশা উপেক্ষা করে বিধিবহির্ভূতভাবে দ্বিতীয় পরামর্শক নিয়োগ এবং দরপত্র মূল্যায়নের সময় অস্বাভাবিক দামের বিষয়টি উপেক্ষা করার অভিযোগও আনা হয়েছে।

এই দুর্নীতির মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং উচ্চশিক্ষা খাতে সুশাসন ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

শিক্ষা খাতে দুর্নীতি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রকল্পে ৪ কোটি টাকা আত্মসাৎ

আপডেট সময় : ১২:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এদিন কলিমুল্লাহকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানায়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১৮ জুন কলিমুল্লাহসহ পাঁচজনকে আসামি করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে দুদক।

মামলার অন্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক একেএম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এমএম হাবিবুর রহমান।

মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেন এবং অনুমোদন ছাড়াই ৩০ কোটির বেশি টাকার চুক্তি সম্পাদন করেন। এছাড়াও ঠিকাদারের রানিং বিল থেকে কেটে নেওয়া নিরাপত্তা জামানতের এফডিআর লোন প্রদানে ব্যবহার করে সরকারের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেন। অগ্রিম অর্থ প্রদানের নিয়ম না থাকলেও ঠিকাদারকে বিল প্রদান করা হয় এবং তা সমন্বয়ের আগেই ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা হয়।

প্রথম পরামর্শক প্রতিষ্ঠানের নকশা উপেক্ষা করে বিধিবহির্ভূতভাবে দ্বিতীয় পরামর্শক নিয়োগ এবং দরপত্র মূল্যায়নের সময় অস্বাভাবিক দামের বিষয়টি উপেক্ষা করার অভিযোগও আনা হয়েছে।

এই দুর্নীতির মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং উচ্চশিক্ষা খাতে সুশাসন ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।