বায়ুদূষণের তালিকায় শীর্ষ পাঁচে ঢাকার অবস্থান

- আপডেট সময় : ০৬:৪৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তন ও অযাচিত নগরায়ণের প্রভাবে দিন দিন বাড়ছে বিশ্বব্যাপী বায়ুদূষণ। এর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না মেগাসিটি ঢাকা। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বায়ুদূষণের সূচকে ১৪০ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন সকাল ৯টার দিকে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ ১৮০ স্কোর নিয়ে তালিকার শীর্ষে উঠে আসে। এরপর কাতারের রাজধানী দোহা ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় এবং আজারবাইজানের রাজধানী বাকু ১৪৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে থাকে। একই সময়ে ১৩৭ স্কোর নিয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা পঞ্চম স্থানে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার প্রতিনিয়ত বিভিন্ন শহরের বাতাসের মান পর্যবেক্ষণ করে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) প্রকাশ করে। এ সূচক মানুষের জন্য বাতাস কতটা নির্মল বা দূষিত এবং এর স্বাস্থ্যঝুঁকি কতখানি, সে বিষয়ে সঠিক ধারণা দেয়।
একিউআই সূচকে ০ থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ অত্যন্ত অস্বাস্থ্যকর এবং ৩০১-এর ওপরে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য হয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বায়ুদূষণ সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, বয়স্ক, অসুস্থ এবং অন্তঃসত্ত্বা নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি দূষণ উপাদান—পিএম১০, পিএম২.৫, এনও₂, সিও, এসও₂ ও ওজোনের (ও₃) মাত্রা বিশ্লেষণ করে।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান তিন উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসারসহ নানা শ্বাসযন্ত্রের রোগে প্রতিবছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।