ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইজিপির ঘোষণা

নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে যুক্ত হচ্ছে নতুন ৪ হাজার এএসআই

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১০:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের কাঠামোয় বড় পরিবর্তনের ঘোষণা দিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জানিয়েছেন, শিগগিরই দুই হাজার নতুন এএসআই নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আরও দুই হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইজিপি। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, আসন্ন নির্বাচনকে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু রাখতে প্রশাসনের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব আরও জানান, জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগে লটারির কোনো সুযোগ নেই। যোগ্যতা ও প্রশাসনিক প্রয়োজন অনুযায়ীই এসব পদায়ন করা হবে।

আইজিপির এই ঘোষণা এবং সরকারের বার্তা নির্বাচনের আগে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

আইজিপির ঘোষণা

নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে যুক্ত হচ্ছে নতুন ৪ হাজার এএসআই

আপডেট সময় : ১০:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের কাঠামোয় বড় পরিবর্তনের ঘোষণা দিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জানিয়েছেন, শিগগিরই দুই হাজার নতুন এএসআই নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আরও দুই হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইজিপি। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, আসন্ন নির্বাচনকে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু রাখতে প্রশাসনের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব আরও জানান, জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগে লটারির কোনো সুযোগ নেই। যোগ্যতা ও প্রশাসনিক প্রয়োজন অনুযায়ীই এসব পদায়ন করা হবে।

আইজিপির এই ঘোষণা এবং সরকারের বার্তা নির্বাচনের আগে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।