শৈত্যপ্রবাহের আগমন নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

- আপডেট সময় : ০৩:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৩ বার পড়া হয়েছে

সকালের দূর্বা ঘাসে ঝলমলে শিশিরবিন্দু ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছে—বাংলার প্রকৃতিতে শীতের আগমন আসন্ন। গ্রামাঞ্চলে হালকা শীতের আমেজ ছড়িয়ে পড়লেও শহুরে জীবনে এখনো রয়েছে উষ্ণতার স্পর্শ। তবে আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, খুব শিগগিরই দেশের বেশিরভাগ অঞ্চলেই শীতের অনুভূতি পাওয়া যাবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা মৌসুম দ্রুতই দেশ থেকে বিদায় নিতে পারে। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে পঞ্চগড়ে শীতের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সকালে ও গভীর রাতে সেখানে হালকা থেকে ঘন কুয়াশা পড়ছে, যা শীতের আগমনের ইঙ্গিত দিচ্ছে।
দপ্তরের প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অক্টোবর মাসের শুরুতেই প্রকাশিত তিন মাসব্যাপী পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, এবার মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হতে পারে।
এছাড়া বঙ্গোপসাগরে তিন থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে এক বা দুইটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই আবহাওয়াগত পরিবর্তনগুলো দেশের জলবায়ু পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে, অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নেবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
শীতের আগমনকে স্বাগত জানাতে ইতোমধ্যেই পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের মানুষ প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে হঠাৎ তাপমাত্রার পরিবর্তনে শিশুসহ বয়স্কদের শারীরিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।