মধুপুরের বিএনপি নেতার ইন্তেকাল
- আপডেট সময় : ০২:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ওসমান ফকির (ওসমান কমিশনার) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার রাস্তায় ৫ টা৫০ মিনিটে তার মৃত্যু হয়। প্রয়াত ওসমান ফকির মধুপুরের বোয়ালী গ্রামের মরহুম খোরশেদ ফকিরের ছেলে।
তার মৃত্যুতে এলাকাসহ দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অসংখ্য নেতাকর্মী খবর পেয়ে তাৎক্ষণিক প্রয়াত ওসমান ফকিরের বাড়িতে এসে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। দলের নেতৃবৃন্দও শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, চার মেয়ে, অসংখ্য স্বজন শুভানুধ্যায়ী ও নেতাকর্মী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার বেলা ১১ টার সময় টেংরি গোরস্থানে প্রয়াতের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।