ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমার্ধেই ব্রাজিলের জালে আর্জেন্টিনার তিন গোল

ক্রীড়া করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৭:০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়টা আর্জেন্টিনার জন্য ভালো যাচ্ছে না সেটা হয়ত আর্জেন্টিনার যেকোনো সমালোচকই সহজে মেনে নেবেন। শেষ ৬ ম্যাচের দুটিতেই হার। দলে আছে একাধিক ইনজুরি সমস্যা। উরুগুয়ের বিপক্ষে শেষ ম্যাচেও জয় পেতে হয়েছে শেষদিকে আলমাদার জাদুতে। কিন্তু ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে চিত্রটা যেন আমূল বদলে গেল সহসাই।

ম্যাচের ২০ মিনিট পেরুনোর আগেই সেলেসাওদের বিপক্ষে জোড়া গোলের লিড আর্জেন্টিনার। হুলিয়ান আলভারেজ আর এনজো ফার্নান্দেজের নাম উঠেছে। আর পুরো ৪৫ মিনিট শেষে স্কোরলাইন ৩-১৷

আর্জেন্টিনার দুই গোলই এসেছে পারফেক্ট টিম প্লের সুবাদে। ম্যাচের ৪ মিনিটেই ডি পলের পাস ধরে বামপ্রান্তে আক্রমণে যান নিকোলাস টালিয়াফিকো। তার দারুণ পাস খুঁজে নেয় থিয়েগো আলমাদাকে। ছন্দে থাকা এই অ্যাটাকিং মিডফিল্ডারের ডিফেন্সচেরা পাস থেকে গোল করেন আলভারেজ৷

খানিক বাদে ফের ব্রাজিলের রক্ষণে ফাটল ধরায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার একাই অনেকটা পথ পার করেন ব্রাজিলের অর্ধে। সেখান থেকে আলভারেজের পা ঘুরে বল যায় নাহুলের মলিনার কাছে। ডানপ্রান্তের ক্রস থেকে সহজ ফিনিশ করেন এনজো ফার্নান্দেজ। ১২ মিনিটের মধ্যেই ২ গোল পেয়ে যায় আর্জেন্টিনা।

ঘড়ির কাঁটায় ৩০ মিনিট পেরুবার আগেই অবশ্য এক গোল শোধ করে ব্রাজিল। ইংলিশ ক্লাব উলভসে দারুণ সময় কাটানো ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহা নাম তোলেন স্কোরশিটে। ক্রিশ্চিয়ান রোমেরো বল পায়ে পজিশন হারান কুনহার প্রেসিংয়ের কাছে। সেখান থেকে ঠান্ডা মাথায় ফিনিশিং

আর্জেন্টিনার ২ গোলের লিড ফিরে পেতে সময় লেগেছে মোটে ১১ মিনিট। এবারে স্কোরশিটে ম্যাক অ্যালিস্টারের নাম। কর্নার থেকে ফেরত আসা বলে মাপা এক চিপ করেন এনজো ফার্নান্দেজ। ৬ গজের ছোট বক্সের সামনে তাতে আলতো পা ছুঁয়ে ব্যবধান ৩-১ করেন ম্যাক অ্যালিস্টার।

এই গোলের পরেই অবশ্য কথার যুদ্ধে জড়িয়েছেন দুই দলের ফুটবলাররা। দেখতে হয়েছে কার্ডও।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রথমার্ধেই ব্রাজিলের জালে আর্জেন্টিনার তিন গোল

আপডেট সময় : ০৭:০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

সাম্প্রতিক সময়টা আর্জেন্টিনার জন্য ভালো যাচ্ছে না সেটা হয়ত আর্জেন্টিনার যেকোনো সমালোচকই সহজে মেনে নেবেন। শেষ ৬ ম্যাচের দুটিতেই হার। দলে আছে একাধিক ইনজুরি সমস্যা। উরুগুয়ের বিপক্ষে শেষ ম্যাচেও জয় পেতে হয়েছে শেষদিকে আলমাদার জাদুতে। কিন্তু ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে চিত্রটা যেন আমূল বদলে গেল সহসাই।

ম্যাচের ২০ মিনিট পেরুনোর আগেই সেলেসাওদের বিপক্ষে জোড়া গোলের লিড আর্জেন্টিনার। হুলিয়ান আলভারেজ আর এনজো ফার্নান্দেজের নাম উঠেছে। আর পুরো ৪৫ মিনিট শেষে স্কোরলাইন ৩-১৷

আর্জেন্টিনার দুই গোলই এসেছে পারফেক্ট টিম প্লের সুবাদে। ম্যাচের ৪ মিনিটেই ডি পলের পাস ধরে বামপ্রান্তে আক্রমণে যান নিকোলাস টালিয়াফিকো। তার দারুণ পাস খুঁজে নেয় থিয়েগো আলমাদাকে। ছন্দে থাকা এই অ্যাটাকিং মিডফিল্ডারের ডিফেন্সচেরা পাস থেকে গোল করেন আলভারেজ৷

খানিক বাদে ফের ব্রাজিলের রক্ষণে ফাটল ধরায় আর্জেন্টিনা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার একাই অনেকটা পথ পার করেন ব্রাজিলের অর্ধে। সেখান থেকে আলভারেজের পা ঘুরে বল যায় নাহুলের মলিনার কাছে। ডানপ্রান্তের ক্রস থেকে সহজ ফিনিশ করেন এনজো ফার্নান্দেজ। ১২ মিনিটের মধ্যেই ২ গোল পেয়ে যায় আর্জেন্টিনা।

ঘড়ির কাঁটায় ৩০ মিনিট পেরুবার আগেই অবশ্য এক গোল শোধ করে ব্রাজিল। ইংলিশ ক্লাব উলভসে দারুণ সময় কাটানো ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহা নাম তোলেন স্কোরশিটে। ক্রিশ্চিয়ান রোমেরো বল পায়ে পজিশন হারান কুনহার প্রেসিংয়ের কাছে। সেখান থেকে ঠান্ডা মাথায় ফিনিশিং

আর্জেন্টিনার ২ গোলের লিড ফিরে পেতে সময় লেগেছে মোটে ১১ মিনিট। এবারে স্কোরশিটে ম্যাক অ্যালিস্টারের নাম। কর্নার থেকে ফেরত আসা বলে মাপা এক চিপ করেন এনজো ফার্নান্দেজ। ৬ গজের ছোট বক্সের সামনে তাতে আলতো পা ছুঁয়ে ব্যবধান ৩-১ করেন ম্যাক অ্যালিস্টার।

এই গোলের পরেই অবশ্য কথার যুদ্ধে জড়িয়েছেন দুই দলের ফুটবলাররা। দেখতে হয়েছে কার্ডও।

 

শালবনবার্তা২৪.কম/এআর