ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার

মধুপুরে বিএনপি’র ৪০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৮:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন সাড়া ফেলেছে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের ধারাবাহিকতা।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে মধুপুর পৌরসভার ১নং ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী কর্মীসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রায় ৪০ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

অনুষ্ঠানে নবযোগদানকারীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কর্মীসভার প্রধান অতিথি অধ্যক্ষ মো. মোন্তাজ আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহানুল ইসলাম।

মধুপুর পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি খন্দকার জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. আব্দুল রহিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মধুপুর উপজেলার আমীর অধ্যাপক আব্দুল কাদির, সেক্রেটারী মাওঃ মোঃ রিদুয়ানুল্লাহ খান, পৌরসভা শাখার আমীর মোঃ ইকবাল হুসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহ বিন মানসুর ও সেক্রেটারী মোঃ আলমগীর হোসেন।

নবযোগদানকারী বিএনপি নেতৃবৃন্দ বলেন, “আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে জামায়াতে ইসলামীই সক্ষম, সেই বিশ্বাস থেকেই আমরা এই দলে যোগদান করেছি।”

অধ্যক্ষ মোন্তাজ আলী তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের দল, এখানে সবাই আদর্শ ও নীতির পথে ঐক্যবদ্ধ। যারা নতুন করে আমাদের দলে যোগ দিয়েছেন, তারা আমাদের শক্তি। একসাথে কাজ করে আমরা মধুপুর-ধনবাড়ীকে একটি ন্যায়ের সমাজে রূপ দিতে চাই।”

বক্তারা ইসলামী আদর্শে পরিচালিত সমাজ গঠনের আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার

মধুপুরে বিএনপি’র ৪০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় : ০৮:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন সাড়া ফেলেছে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের ধারাবাহিকতা।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে মধুপুর পৌরসভার ১নং ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী কর্মীসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রায় ৪০ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

অনুষ্ঠানে নবযোগদানকারীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কর্মীসভার প্রধান অতিথি অধ্যক্ষ মো. মোন্তাজ আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহানুল ইসলাম।

মধুপুর পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি খন্দকার জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. আব্দুল রহিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মধুপুর উপজেলার আমীর অধ্যাপক আব্দুল কাদির, সেক্রেটারী মাওঃ মোঃ রিদুয়ানুল্লাহ খান, পৌরসভা শাখার আমীর মোঃ ইকবাল হুসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহ বিন মানসুর ও সেক্রেটারী মোঃ আলমগীর হোসেন।

নবযোগদানকারী বিএনপি নেতৃবৃন্দ বলেন, “আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে জামায়াতে ইসলামীই সক্ষম, সেই বিশ্বাস থেকেই আমরা এই দলে যোগদান করেছি।”

অধ্যক্ষ মোন্তাজ আলী তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের দল, এখানে সবাই আদর্শ ও নীতির পথে ঐক্যবদ্ধ। যারা নতুন করে আমাদের দলে যোগ দিয়েছেন, তারা আমাদের শক্তি। একসাথে কাজ করে আমরা মধুপুর-ধনবাড়ীকে একটি ন্যায়ের সমাজে রূপ দিতে চাই।”

বক্তারা ইসলামী আদর্শে পরিচালিত সমাজ গঠনের আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।