ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিবন্ধন পাওয়া ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার অনুমোদন বাতিল করেছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটি। এছাড়া ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কমিটি থাকার বিধানও বাতিল করা হয়েছে। ভবিষ্যতের নির্বাচনে কমিশনের কর্মকর্তাই এই কমিটির সদস্য হবেন।

আগামী ডিসেম্বরে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন; এমনটা ধরে নিয়েই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রতিবন্ধকতা দূর করতে প্রতিদিনই বৈঠকে বসছে বিষয় ভিত্তিক নানা কমিটি। অতীতের ভুল শুধরে নিয়ে অবাধ সুষ্ঠু ও একটি নির্ভুল নির্বাচন আয়োজন করাই এসব কমিটির লক্ষ্য।

বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, রাজনৈতিক দল ও পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন এবং বিধিমালা পর্যালোচনা সংক্রান্ত কমিটিগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগ শাসনামলে নিবন্ধিত দেশীয় ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়। ফলে নির্বাচন আগে পর্যবেক্ষক সংস্থাগুলোকে নতুন করে নিবন্ধন নিতে হবে। এছাড়া ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কমিটিতে থাকার বিধান বাতিল করে শুধু কমিশনের কর্মকর্তাদের নিয়ে কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের কোনো আদেশ পেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, শর্ত পূরণ হলেই দেয়া হবে রাজনৈতিক দলের নিবন্ধন।

শালবনবার্তা২৪.কম/এসআই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল

আপডেট সময় : ০৮:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিবন্ধন পাওয়া ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার অনুমোদন বাতিল করেছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটি। এছাড়া ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কমিটি থাকার বিধানও বাতিল করা হয়েছে। ভবিষ্যতের নির্বাচনে কমিশনের কর্মকর্তাই এই কমিটির সদস্য হবেন।

আগামী ডিসেম্বরে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন; এমনটা ধরে নিয়েই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রতিবন্ধকতা দূর করতে প্রতিদিনই বৈঠকে বসছে বিষয় ভিত্তিক নানা কমিটি। অতীতের ভুল শুধরে নিয়ে অবাধ সুষ্ঠু ও একটি নির্ভুল নির্বাচন আয়োজন করাই এসব কমিটির লক্ষ্য।

বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, রাজনৈতিক দল ও পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন এবং বিধিমালা পর্যালোচনা সংক্রান্ত কমিটিগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগ শাসনামলে নিবন্ধিত দেশীয় ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়। ফলে নির্বাচন আগে পর্যবেক্ষক সংস্থাগুলোকে নতুন করে নিবন্ধন নিতে হবে। এছাড়া ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কমিটিতে থাকার বিধান বাতিল করে শুধু কমিশনের কর্মকর্তাদের নিয়ে কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের কোনো আদেশ পেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, শর্ত পূরণ হলেই দেয়া হবে রাজনৈতিক দলের নিবন্ধন।

শালবনবার্তা২৪.কম/এসআই