এমআরবিপিএল'২০২৫
মধুপুরে ক্রিকেটের আসর শুরু

- আপডেট সময় : ০৯:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ৫৮১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী -রাণীভবানীয়ানদের অংশগ্রহণে এমআরবিপিএল ২০২৫ নামের ক্রিকেটের প্রথম আসর শুরু হলো।
বৃহস্পতিবার বিকেলে স্কুল মাঠে অনাড়ম্বরভাবে ক্রিকেটের প্রথম এই আসর এমআরবিপিএল ২০২৫ এর দুটি ম্যাচ দিয়ে টুর্নামেন্টের এ যাত্রা।
নিবন্ধিত রাণী ভবানীয়ানদের ১৬ টি টিমের অংশগ্রহণ এমআর বিপিএল ২০২৫ এর এই আসরের
জমকালো আয়োজনের আনুষ্ঠানিকতা হবে আগামী ঈদুল ফিতরের দিন বিকেলে। থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও।
বিদ্যালয়টির এসএসসি ব্যাচ ভিত্তিক ফ্রেন্ডস ইউনিটি’২১ বনাম বাউন্ডারি ব্রেকারস’২২ এর মধ্যে প্রথম ম্যাচ দিয়ে শুরু হলো আসরের কার্যক্রম। একই দিনে ভবানীয়ান ব্রেভস’১৮ ও দূরন্ত’১৯ ব্যাচের মধ্যে চলে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ফ্রেন্ডস ইউনিটি নির্ধারিত ১০ ওভারে ১৮০ রান সংগ্রহ করে। ১৮১ রানের টার্গেটে নেমে বাউন্ডারি ব্রেকার্স ৯ উইকেট হারিয়ে ১০ ওভারে ৬৯ রান করে ১১০ রানে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে দূরন্ত’১৯ টিম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান করে। জবাবে ভবানীয়ান ব্রেভস ৮.১ ওভারে মাত্র ৩ উইকেটের বিনিময়ে ১৪১ রানের টার্গেটে পৌছে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ নিয়েছে।
এই দুই ম্যাচ শুরুর আগে মাঠে টুর্নামেন্ট শুরুর সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় বক্তৃতা করেন এমআরবিপিএল ২০২৫ পরিচালনা কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক খান, সদস্য সাংবাদিক এস.এম শহীদ, সদস্য জাহাঙ্গীর ফকির, অমিত কুমার সিংহ, স্বপন মিয়া, আম্পায়ার খন্দকার ফিরোজ্জামান, কামরুজ্জামান।