ঈদের দিন জমকালো বিনোদন
এমআরবিপিএল’২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন

- আপডেট সময় : ১১:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫ ২৯৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী -রাণীভবানীয়ানদের অংশগ্রহণে এমআরবিপিএল ২০২৫ সিজন -১ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী কর্মসূচি ছিল বহু মাত্রিক। ঈদের দিন হওয়ায় ছিল বিনোদনের উপলক্ষ্য। মহান স্বাধীনতার মাসের ছোঁয়াও ছিল কথার গাঁথুনিতে।
T-10 ক্রিকেট খেলার এই আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর রাণী ভবানীর ১৯৮৬ ব্যাচের কৃতি শিক্ষার্থী লেফটেন্যান্ট কর্নেল পিএসসি (অব.) আসাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল বাছেদ, অনুষ্ঠানে থাকার কথা ছিল বি আর টি সির অপারেশন ম্যানেজার ১৯৯৩ ব্যাচের কৃতি শিক্ষার্থী মফিজ উদ্দিন।
এমআরবিপিএল ২০২৫ সিজন -১ এ অংশ নেয়া রাণী ভবানীয়ানদের ১৬ টিমের ১৬ জন অধিনায়ক কে নিয়ে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল পিএসসি (অব.) আসাদুল ইসলাম আজাদ ট্রফি উন্মোচন করেন।
এর আগে শিশুদের বর্ণাঢ্য ডিসপ্লের মাধ্যমে প্রধান অতিথিকে বরণ করে নেয়া হয়।
উদ্বোধনী পর্বের বক্তৃতায় প্রধান অতিথি বলেন, এ ক্রিকেটার আয়োজন শুধু বিনোদনের বিষয় নয়, রাণী ভবানীয়ানদের মধ্যে বন্ধন তৈরিতে একটি সহায়ক ভূমিকা পালন করবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, আগামী দিনে রাণী ভবানীয়ানদের নিয়ে একটি অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হবে। যে এসোসিয়েশন উন্নত মধুপুর বিনির্মাণে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের অনুপ্রেরণা হয়ে নানামুখী কাজ করবে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশেষ অতিথি রাণী ভবানীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, রাণী ভবানীয়ান আশরাফুল ইসলাম মাসুদ, আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআরবিপিএল২০২৫ উদযাপন কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক খান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত পরিবেশন করে স্থানীয় রাণী ভবানীয়ান শিল্পীরা। শেষে স্থানীয় বংশাই ব্যান্ড দলের ব্যান্ড সংগীতে দর্শক মেতে উঠে। রাত ১১ টা পর্যন্ত তাদের পরিবেশনা ঈদ আনন্দকে বিশেষ মাত্রায় নিয়ে যায়।