ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুমার নদে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

মাগুরা করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৭:৫৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

মাগুরার শ্রীপুরে কুমার নদে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

শুক্রবার (১১ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধার নাম সুমিত্রা বিশ্বাস। তিনি শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামের নিমাই চন্দ্র বিশ্বাসের স্ত্রী।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সারঙ্গদিয়া গরুর হাট সংলগ্ন কুমার নদে গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেন না তিনি। পরিবারের সদস্যরা কুমার নদের ঘাটে গিয়ে তার ব্যবহৃত স্যান্ডেল পানিতে ভাসমান দেখতে পায়।অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে খুঁজে না পেয়ে ডুবুরিদলকে খবর দেয়। সন্ধ্যায় খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। তারা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করেও ওই দিন নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধার করতে পারেননি। পরদিন শুক্রবার সকালে ডুবুরি দল তাদের উদ্ধার অভিযান শুরু করে। এক পর্যায়ে তারা সারঙ্গদিয়া গরুরহাট সংলগ্ন কুমার নদের গভীর তলদেশ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, বৃদ্ধার মরদেহ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুমার নদে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

মাগুরার শ্রীপুরে কুমার নদে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

শুক্রবার (১১ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধার নাম সুমিত্রা বিশ্বাস। তিনি শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামের নিমাই চন্দ্র বিশ্বাসের স্ত্রী।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সারঙ্গদিয়া গরুর হাট সংলগ্ন কুমার নদে গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেন না তিনি। পরিবারের সদস্যরা কুমার নদের ঘাটে গিয়ে তার ব্যবহৃত স্যান্ডেল পানিতে ভাসমান দেখতে পায়।অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে খুঁজে না পেয়ে ডুবুরিদলকে খবর দেয়। সন্ধ্যায় খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। তারা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করেও ওই দিন নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধার করতে পারেননি। পরদিন শুক্রবার সকালে ডুবুরি দল তাদের উদ্ধার অভিযান শুরু করে। এক পর্যায়ে তারা সারঙ্গদিয়া গরুরহাট সংলগ্ন কুমার নদের গভীর তলদেশ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, বৃদ্ধার মরদেহ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

 

শালবনবার্তা২৪.কম/এআর