সংবাদ শিরোনাম :
মধুপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৭:১৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে। সোমবার বেলা ১১ টায় ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান। ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবন্থা গড়ে তুলুন’ প্রতিপাদ্যের আলোচনা সভায় মাতৃদুগ্ধের গুরুত্ব নিয়ে প্রজেক্টরের মাধ্যমে স্লাইডে তথ্য উপস্থাপন করেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সজীব কান্তি পাল।
আলোচনায় অংশ নিয়ে মতামত দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজর মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক এস.এম শহীদ, আনোয়ার সাদাৎ ইমরান, নার্স ফাতেমা প্রমুখ। স্বাস্থ্য সেবায় সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের প্রতিনিধিরা এতে অংশ গ্রহণ করেন।