পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ৮ মাসে ৬০৫ সন্ত্রাসী হামলা
- আপডেট সময় : ১২:৪৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া আবারও সন্ত্রাসবাদের ভয়াবহতায় কেঁপে উঠছে। প্রাদেশিক পুলিশের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাত্র আট মাসে প্রদেশটিতে সংঘটিত হয়েছে ৬০৫টি সন্ত্রাসী হামলা।
এই হামলাগুলোতে প্রাণ হারিয়েছেন ১৩৮ জন সাধারণ মানুষ ও ৭৯ জন পুলিশ সদস্য। আহত হয়েছেন আরও ৪৮২ জন, যাদের মধ্যে ৩৫২ জন বেসামরিক এবং ১৩০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য রয়েছেন। কেবল আগস্ট মাসেই সংঘটিত হয়েছে ১২৯টি হামলা, যাতে নিহত হয়েছেন ১৭ জন বেসামরিক এবং ১৩ জন পুলিশ সদস্য।
পুলিশ প্রতিবেদনে জানানো হয়, এসব হামলার সঙ্গে সংশ্লিষ্ট ৩৫১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩২ জন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে এবং ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের এখনো ধরতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রসঙ্গত, গত সপ্তাহেই প্রদেশটিতে কেন্দ্রীয় পুলিশের সদর দপ্তরে বোমা হামলায় সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হন। সেই ঘটনার কয়েকদিন পরই এ বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পুলিশ।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কার্যক্রম আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিশেষ করে টিটিপি ও বিএলএ-র মতো নিষিদ্ধ গোষ্ঠীগুলো এই দুই প্রদেশে সক্রিয় হয়ে উঠেছে।


















