ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফকির মাহবুব আনাম স্বপন বলেন,

দেশের নাগরিক হিসেবে নির্ভয়ে পুজা অর্চনা করবেন

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং টাঙ্গাইল ১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ফকির মাহবুব আনাম স্বপন সনাতনীদের উদ্দেশ্যে বলেছেন,
বাংলাদেশী হিসেবে, দেশের নাগরিক হিসেবে নির্ভয়ে পুজা অর্চনা করবেন। কেউ কোন ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করতে চাইলে, হুমকি দিলে সম্মিলিতভাবে আমরা তাদের প্রতিহত করবো। প্রশাসনকে এবং আমাদেরকে জানাবেন। অস্থিতিশীলকারী কাউকে ছাড় দেয়া হবে না।
সোমবার দুপুরে মধুপুর শ্রী শ্রী মদন গোপাল বিগ্রহ মন্দির মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পুজা উদযাপন ফ্রন্ট মধুপুর উপজেলা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় ফ্রন্টের উপজেলা আহবায়ক বিকাশ চন্দ্র ঘোষ সভাপতিত্ব করেন।
ফকির মাহবুব আনাম স্বপন আরও বলেন, সাম্প্রদায়িক চিন্তা জেরে ফেলে বাংলাদেশী হিসেবে সনাতনী ভাইয়েরা দেশের নাগরিক হিসেবে পুজা করবে, আমরা তাদের পাশে থাকবো। এই পুজার নিরাপত্তা বিধানে পুজার কয়েকটা দিনে পুলিশ প্রশাসনে ছুটি না কাটাতে অনুরোধ করেন ফকির মাহবুব আনাম স্বপন । ব্যবসায়ী অথবা কারো কাছে কেউ দলের নামে চাঁদা চাইলে চাঁদা না দিয়ে তাকে পুলিশে দিতে আহবান করেছেন স্বপন ফকির। তিনি বলেন, চাঁদাবাজীর পরিচয়, চাঁদাবাজ। তাদের কোন দল নেই। তাদের দায়িত্ব আমরা নেব না।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সমর্থন প্রত্যাশা করে স্বপন ফকির বলেন,সুখে দুখে আপনাদের সাথে আছি। আপনাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করছি, গত ২৫ বছর ধরে। এবার একটু সমর্থন চাই।
ফ্রন্টের সদস্য সচিব মানিক কুমার চন্দের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির। তিনি ছাড়াও অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, জীবন কুমার চৌধুরী, অলক কুমার চৌধুরী স্বপন, পুজা উদযাপন ফ্রন্টের উপজেলা যুগ্ম আহবায়ক সুজিত সরকার, পৌর নেতা সৌরভ চৌহান, আবির সিংহ প্রমুখ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

ফকির মাহবুব আনাম স্বপন বলেন,

দেশের নাগরিক হিসেবে নির্ভয়ে পুজা অর্চনা করবেন

আপডেট সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং টাঙ্গাইল ১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ফকির মাহবুব আনাম স্বপন সনাতনীদের উদ্দেশ্যে বলেছেন,
বাংলাদেশী হিসেবে, দেশের নাগরিক হিসেবে নির্ভয়ে পুজা অর্চনা করবেন। কেউ কোন ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করতে চাইলে, হুমকি দিলে সম্মিলিতভাবে আমরা তাদের প্রতিহত করবো। প্রশাসনকে এবং আমাদেরকে জানাবেন। অস্থিতিশীলকারী কাউকে ছাড় দেয়া হবে না।
সোমবার দুপুরে মধুপুর শ্রী শ্রী মদন গোপাল বিগ্রহ মন্দির মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পুজা উদযাপন ফ্রন্ট মধুপুর উপজেলা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় ফ্রন্টের উপজেলা আহবায়ক বিকাশ চন্দ্র ঘোষ সভাপতিত্ব করেন।
ফকির মাহবুব আনাম স্বপন আরও বলেন, সাম্প্রদায়িক চিন্তা জেরে ফেলে বাংলাদেশী হিসেবে সনাতনী ভাইয়েরা দেশের নাগরিক হিসেবে পুজা করবে, আমরা তাদের পাশে থাকবো। এই পুজার নিরাপত্তা বিধানে পুজার কয়েকটা দিনে পুলিশ প্রশাসনে ছুটি না কাটাতে অনুরোধ করেন ফকির মাহবুব আনাম স্বপন । ব্যবসায়ী অথবা কারো কাছে কেউ দলের নামে চাঁদা চাইলে চাঁদা না দিয়ে তাকে পুলিশে দিতে আহবান করেছেন স্বপন ফকির। তিনি বলেন, চাঁদাবাজীর পরিচয়, চাঁদাবাজ। তাদের কোন দল নেই। তাদের দায়িত্ব আমরা নেব না।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সমর্থন প্রত্যাশা করে স্বপন ফকির বলেন,সুখে দুখে আপনাদের সাথে আছি। আপনাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করছি, গত ২৫ বছর ধরে। এবার একটু সমর্থন চাই।
ফ্রন্টের সদস্য সচিব মানিক কুমার চন্দের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির। তিনি ছাড়াও অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, জীবন কুমার চৌধুরী, অলক কুমার চৌধুরী স্বপন, পুজা উদযাপন ফ্রন্টের উপজেলা যুগ্ম আহবায়ক সুজিত সরকার, পৌর নেতা সৌরভ চৌহান, আবির সিংহ প্রমুখ