খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে বিদেশি বিশেষজ্ঞ টিম
- আপডেট সময় : ০৫:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে এসেছে। সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে দলটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে এবং কিছুক্ষণ পর দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসে চিকিৎসার অগ্রগতি ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় অতিরিক্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞ মতামত নেওয়া জরুরি হয়ে পড়েছে। হাসপাতাল সূত্র আরও জানায়, আগত চিকিৎসকদের বেশিরভাগই চীনের নাগরিক এবং জটিল রোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞ।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার চিকিৎসা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চলছে এবং সবাই সর্বোচ্চ চেষ্টা করছেন। আজ সকালে ডা. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, “ম্যাডাম অসুস্থ, আমাদের চিকিৎসকরা নিরলসভাবে চেষ্টা করছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা পরিচালনা করা হচ্ছে।”
এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় এক অনুষ্ঠানে জানান, খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে আছেন এবং পূর্ববর্তী দিনের মতোই তার চিকিৎসা চলছে। তিনি বলেন, “বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কিন্তু আমি যে তথ্য দিলাম সেটিই সর্বশেষ আপডেট। তিনি সংকটাপন্ন থাকলেও তার অবস্থা গতকাল যেমন ছিল, আজও তেমনই রয়েছে।”
উল্লেখ্য, ৮১ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ একাধিক জটিল রোগে ভুগছেন। সাম্প্রতিক শ্বাসকষ্টের কারণে গত ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে চলতি বছরের ১৫ অক্টোবরও তিনি সেখানে স্বাস্থ্য পরীক্ষা করান। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ারে চিকিৎসা নিচ্ছেন।












