মধুপুরে হাদির সুস্থতা কামনায় নবজাগরণ সমাজ সেবা সংঘের দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৭:১৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় মধুপুর উপজেলার দত্তবাড়ী বাজারে নবজাগরণ সমাজ সেবা সংঘের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নবজাগরণ সমাজ সেবা সংঘের আহবানে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় দত্তবাড়ী বাজারের সংগঠনটির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় নবজাগরণ সমাজ সেবা সংঘের প্রতিষ্ঠাতা এডমিন খন্দকার বদিউজ্জামান বুলবুল বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী দৃঢ় অবস্থানের জন্য সুপরিচিত, জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক এবং চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সাহসী কণ্ঠ ওসমান হাদি আততায়ীর বুলেটের আঘাতে গুরুতর আহত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং ন্যায় ও সত্যের পক্ষে তার সংগ্রামকে আরো শানিত করে দেন,(আমীন)।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় দোয়া পরিচালনা করেন বেলুটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, সূতি ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, নবজাগরণ সমাজ সেবা সংঘের এডমিন ও জুলাই যোদ্ধা খালিদ মঞ্জিল মুজাহিদ, এডমিন সাইফুদ্দিন, সদস্য জিহাদ মিয়া, আব্দুল মমিন, মারুফ, রাতুল, শাহরিয়ার, রনি ও কাওসার সহ প্রমুখ।























