ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেক কাটা, প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়

শান্তি ও সম্প্রীতির বার্তায় মধুপুরের গির্জায় গির্জায় বড়দিন উৎসব শুরু

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৩:০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চল এলাকার খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। বুধবার রাত ৮ টা থেকে জলছত্র গির্জা পরিচালনা কমিটির উদ্যোগে মধুপুর উপজেলার জলছত্র গির্জায় বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা (মিশা) ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

কেক কাটার ওই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) লিটুস লরেন্স চিরান, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জলছত্র গির্জার ফাদার সুসেভ সুভাস, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারি অ্যাডভোকেট জনজেত্রা, সাংগঠনিক সম্পাদক প্রবীর চিসিমসহ খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ,মধুপুর এলাকায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ । বিশেষ প্রার্থনায় বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করা হয়। পরে অতিথিরা বড়দিনের কেক কাটেন এবং উপস্থিত সবার মাঝে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বক্তারা বলেন, বড়দিন মানবতা, ভালোবাসা ও শান্তির বার্তা বহন করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন এই সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ হয়—এটাই বড়দিনের মূল শিক্ষা।

অনুষ্ঠান ঘিরে গির্জায় গির্জায় ও আশপাশের এলাকা আলোকসজ্জা, রঙিন কাগজে সজ্জিত হয়েছে। প্রতীকি যিশুর গোশালা সাজানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিত্ব বাড়িয়েছেন।

বড়দিন উপলক্ষে মধুপুর উপজেলার বিভিন্ন গির্জায় প্রার্থনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় নানা কর্মসূচি পালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

কেক কাটা, প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়

শান্তি ও সম্প্রীতির বার্তায় মধুপুরের গির্জায় গির্জায় বড়দিন উৎসব শুরু

আপডেট সময় : ০৩:০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চল এলাকার খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। বুধবার রাত ৮ টা থেকে জলছত্র গির্জা পরিচালনা কমিটির উদ্যোগে মধুপুর উপজেলার জলছত্র গির্জায় বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা (মিশা) ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

কেক কাটার ওই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) লিটুস লরেন্স চিরান, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জলছত্র গির্জার ফাদার সুসেভ সুভাস, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারি অ্যাডভোকেট জনজেত্রা, সাংগঠনিক সম্পাদক প্রবীর চিসিমসহ খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ,মধুপুর এলাকায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ । বিশেষ প্রার্থনায় বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করা হয়। পরে অতিথিরা বড়দিনের কেক কাটেন এবং উপস্থিত সবার মাঝে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বক্তারা বলেন, বড়দিন মানবতা, ভালোবাসা ও শান্তির বার্তা বহন করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন এই সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ হয়—এটাই বড়দিনের মূল শিক্ষা।

অনুষ্ঠান ঘিরে গির্জায় গির্জায় ও আশপাশের এলাকা আলোকসজ্জা, রঙিন কাগজে সজ্জিত হয়েছে। প্রতীকি যিশুর গোশালা সাজানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিত্ব বাড়িয়েছেন।

বড়দিন উপলক্ষে মধুপুর উপজেলার বিভিন্ন গির্জায় প্রার্থনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় নানা কর্মসূচি পালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।