ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সৌহার্দ্য ও ঐক্যের প্রত্যয়

টাঙ্গাইল সাংবাদিক ঐক্য ফেডারেশনের সম্মিলন ও বনভোজন

স্টাফ করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ১০:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

সম্প্রতি তিন সাংবাদিক সংগঠনের সমন্বয়ে গঠিত সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল- ঐতিহ্যবাহী মধুপুর বনে সম্মিলন, সংগঠনের নেতৃবৃন্দের পরিচিতি ও বার্ষিক বনভোজন করেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) ঐতিহ্যবাহী মধুপুর শালবনের চুনিয়া কটেজে সংগঠনটি এই আয়োজন করে।

সাংবাদিক ইউনিয়ন টাঙ্গাইল, প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, টাঙ্গাইল ও টেলিভিশন ফোরাম, টাঙ্গাইল উত্তর এই তিন সাংবাদিক সংগঠন মিলে ফোরাম গঠিত হয়েছে।

কর্মসূচিতে সংগঠন সৃষ্টির উদ্দেশ্য ও লক্ষ্য এবং আগামীর পথচলা বিষয়ে এক আলোচনা পর্ব ছিল। ওই পর্বে সাংবাদিক ইউনিয়ন টাঙ্গাইল শাখার সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শামসাদুল আক্তার শামীম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর থানার নব যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল।
বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়ন টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহাব্বত হোসেন,টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. জোবায়ের মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি আবু জোবায়ের উজ্জ্বল, টেলিভিশন ফোরাম উত্তরের সভাপতি দৈনিক সংবাদ পত্রিকা ও এশিয়ান টিভির মধুপুর প্রতিনিধি হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদের গোলাম মোস্তফা, ভুয়াপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার ভুয়াপুর প্রতিনিধি মো. কামাল হোসেন, দৈনিক যুগান্তরের মধুপুর প্রতিনিধি এস.এম শহীদ, আমার দেশের সখীপুর প্রতিনিধি আনোয়ার কবির বক্তব্য রাখেন।
সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করে বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এমন ফোরাম এবং ফোরামের এমন আয়োজন খুব অর্থবহ। সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সাংবাদিকতার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন আনতে হবে। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কার্যকর রাখতে হবে।

বনভোজন ও পরিচিতি অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন ফোরাম উত্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে পরিচিতি পর্ব, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজন নিয়মিত করার মাধ্যমে সাংবাদিক ঐক্য ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল রাখতে প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

সৌহার্দ্য ও ঐক্যের প্রত্যয়

টাঙ্গাইল সাংবাদিক ঐক্য ফেডারেশনের সম্মিলন ও বনভোজন

আপডেট সময় : ১০:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

সম্প্রতি তিন সাংবাদিক সংগঠনের সমন্বয়ে গঠিত সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল- ঐতিহ্যবাহী মধুপুর বনে সম্মিলন, সংগঠনের নেতৃবৃন্দের পরিচিতি ও বার্ষিক বনভোজন করেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) ঐতিহ্যবাহী মধুপুর শালবনের চুনিয়া কটেজে সংগঠনটি এই আয়োজন করে।

সাংবাদিক ইউনিয়ন টাঙ্গাইল, প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, টাঙ্গাইল ও টেলিভিশন ফোরাম, টাঙ্গাইল উত্তর এই তিন সাংবাদিক সংগঠন মিলে ফোরাম গঠিত হয়েছে।

কর্মসূচিতে সংগঠন সৃষ্টির উদ্দেশ্য ও লক্ষ্য এবং আগামীর পথচলা বিষয়ে এক আলোচনা পর্ব ছিল। ওই পর্বে সাংবাদিক ইউনিয়ন টাঙ্গাইল শাখার সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শামসাদুল আক্তার শামীম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর থানার নব যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল।
বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়ন টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মহাব্বত হোসেন,টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. জোবায়ের মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি আবু জোবায়ের উজ্জ্বল, টেলিভিশন ফোরাম উত্তরের সভাপতি দৈনিক সংবাদ পত্রিকা ও এশিয়ান টিভির মধুপুর প্রতিনিধি হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদের গোলাম মোস্তফা, ভুয়াপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার ভুয়াপুর প্রতিনিধি মো. কামাল হোসেন, দৈনিক যুগান্তরের মধুপুর প্রতিনিধি এস.এম শহীদ, আমার দেশের সখীপুর প্রতিনিধি আনোয়ার কবির বক্তব্য রাখেন।
সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করে বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এমন ফোরাম এবং ফোরামের এমন আয়োজন খুব অর্থবহ। সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সাংবাদিকতার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন আনতে হবে। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কার্যকর রাখতে হবে।

বনভোজন ও পরিচিতি অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন ফোরাম উত্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে পরিচিতি পর্ব, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজন নিয়মিত করার মাধ্যমে সাংবাদিক ঐক্য ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল রাখতে প্রত্যাশা ব্যক্ত করেন।