বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ লন্ডনের হিথ্রো বিমানবন্দর

- আপডেট সময় : ০৪:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

বিদ্যুৎ বিভ্রাটের কারণে গভীর রাত পর্যন্ত লন্ডনের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরের একটি বিদ্যুতের সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এমন বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়। এর ফলে মধ্যরাত পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে হিথ্রো কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। খবর আল জাজিরার।
শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে (আগে যার নাম ছিল টুইটার) বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য, হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।’ এই সময়ে যাত্রীদের বিমানবন্দরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এমন অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থনা করেছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ বিভ্রাটে ব্যস্ততম এই বিমানবন্দরটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। এ নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র আসন্তোষ দেখা দিয়েছে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর জন্য বিমান ধরতে এসে তারা ফিরে যাচ্ছেন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার২৪ জানিয়েছে, এই পরিস্থিতির ফলে আকাশে থাকা কমপক্ষে ১২০টি বিমানের গন্তব্য পরিবর্তন করে বিকল্প বিমানবন্দরে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে অথবা তাদের মূল স্থানে ফিরিয়ে আনা হবে।
শালবনবার্তা২৪.কম/এসআই