সংবাদ শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৭ শতাধিক পুলিশ মোতায়েন
টাঙ্গাইল করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৯:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। উত্তরের পথে ঈদে ঘরমুখো মানুষের পারাপার নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ২৪ ঘণ্টাব্যাপী মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল থেকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের সীমানায় সাত শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর লোক মোতায়েন করা হয়েছে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এসময় মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু গোলচত্ত্বর পর্যন্ত মহাসড়কে তিনি ঘুরে ঘুরে টহল দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল, কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহাম্মেদ।






















