গোপালপুরে ৩টি গেটের ১৩ টি তালা ভেঙ্গে দোকানে চুরি

- আপডেট সময় : ০৩:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের গোপালপুরে তিনটি নিরাপত্তা গেটের ১৩টি তালা ভেঙ্গে একটি বিকাশের দোকানে চুরি হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়খালি বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানী ডাক্তার মালেক জানান, বড়খালি বাজারে দীর্ঘদিন ধরে তিনি একটি দোকানে ঔষুধ বিক্রির পাশাপাশি বিকাশের ব্যবসা করে আসছেন। প্রতিদিনের ন্যায় ওই রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ী চলে যান। সকালে বাজারে গিয়ে দেখেন, তার দোকানের তিনটি নিরাপত্তা গেটের ১৩ টি তালা ভেঙে নগদ ৪৩ হাজার টাকা, ঔষধপত্র ও মোবাইল সেট চুরি হয়েছে।
স্থানীয় সচেতন মহল জানান, এ বাজারে কোন নৈশ প্রহরী না থাকায় চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে বাজারে নৈশ প্রহরীর প্রয়োজন।
থানা পুলিশ জানায়, সারারাত পুলিশ উপজেলার প্রতিটি এলাকা ও বাজারে টহল ডিউটি করে থাকে। পুলিশের গাড়ী এক এলাকা থেকে যখন অন্য এলাকায় যায় তখন চোরচক্র নৈশ প্রহরী বিহীন এলাকা ও বাজারে চুরির ঘটনা ঘটায়। এ জন্য প্রতিটি বাজারে নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করা হলে চুরিরোধ করা সহজ হবে এবং চোরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা যাবে।
এদিকে সকালে জামায়াত মনোনীত টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য পদপার্থী মাওলানা হুমায়ুন কবীর বড়খালি বাজারে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন।