মামলা নিষ্পত্তি হলে ৩২ হাজার সহকারী শিক্ষক পদোন্নতি পাবেন-উপদেষ্টা

- আপডেট সময় : ১২:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে। তবে একটি মামলার কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি আটকে আছে। তিনি বলেন, মামলা নিষ্পত্তি হলে ৩২ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে।
সোমবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ১০ম গ্রেডে থাকলেও প্রশাসনিক কোনো সমস্যা হবে না। তিনি উল্লেখ করেন, শিক্ষকদের বেতন কমিশন বিষয়টি বিবেচনা করবে।
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, সরকারি স্কুলগুলোতে অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের শিশু। এদের অনেক সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয়। কিন্ডারগার্টেনের নিজস্ব বৃত্তি ব্যবস্থা থাকলেও প্রাথমিক শিক্ষা মানোন্নয়নই মূল লক্ষ্য। সরকারি স্কুলে ভর্তি হলে সবাইকে সমান সুযোগ দেওয়া হবে।
পরীক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, উন্নত দেশগুলোতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত বজায় রাখা হয়, কিন্তু আমাদের দেশে তা সম্ভব নয়। এজন্য পুনরায় পরীক্ষা চালু করা হয়েছে যাতে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা যাচাই সম্ভব হয়।
স্কুল ফিডিং নিয়ে তিনি জানান, সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের ১৬৫টি উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম চালুর প্রস্তুতি সম্পন্ন হবে। পাশাপাশি দুর্গম অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের ধরে রাখার ব্যবস্থা নিয়েও কাজ চলছে।
এসময় রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, স্থানীয় সরকার পরিচালক আবু জাফর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নুর মো. শামসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।