ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নুরের ওপর হামলা অশনি সংকেত-সারজিস আলম

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৫:১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। জনগণ যে আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন উৎখাত করেছে, তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে চীন সফর শেষে দেশে ফিরে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান সারজিস আলম। সেখানে নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম আরও বলেন, দেশের মানুষ এখন নতুন সংবিধান, সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় রয়েছে। অথচ এ পরিস্থিতিতে ফ্যাসিস্টদের দোসরদের সহযোগিতা করা মানেই জনগণের রক্ত ও ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।

তিনি নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং হামলাকারীদের চিহ্নিত করে কঠোর বিচারের আওতায় আনার দাবি জানান।

ঢামেকে সারজিস আলমের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির ও সংগঠক নাহিদ উদ্দিন তারেকসহ অন্যান্য নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

নুরের ওপর হামলা অশনি সংকেত-সারজিস আলম

আপডেট সময় : ০৫:১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। জনগণ যে আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন উৎখাত করেছে, তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে চীন সফর শেষে দেশে ফিরে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান সারজিস আলম। সেখানে নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম আরও বলেন, দেশের মানুষ এখন নতুন সংবিধান, সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় রয়েছে। অথচ এ পরিস্থিতিতে ফ্যাসিস্টদের দোসরদের সহযোগিতা করা মানেই জনগণের রক্ত ও ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।

তিনি নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং হামলাকারীদের চিহ্নিত করে কঠোর বিচারের আওতায় আনার দাবি জানান।

ঢামেকে সারজিস আলমের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির ও সংগঠক নাহিদ উদ্দিন তারেকসহ অন্যান্য নেতারা।