ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ ফুটবল দল

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০১:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

সেপ্টেম্বরের আসন্ন ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন না হামজা চৌধুরী। সম্প্রতি ফুটবল মহলে এই গুঞ্জন ছড়িয়ে পড়লেও আজ, মঙ্গলবার, বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল, বুধবার, কাঠমান্ডুর উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল।

আজ বিকেলে বাফুফে ভবনে এসেছিলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের আমের খান বলেন, ‘নেপাল সফরে হামজা আসছে না। শেষ ম্যাচে সে সামান্য চোট পেয়েছে। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং তার সুস্থতার কথা বিবেচনা করে হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না বলে তার এজেন্ট আমাদের জানিয়েছে।’

বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরার তালিকায় থাকায় বাফুফে হামজাকে চেয়ে লেস্টার সিটিকে চিঠিও দিয়েছিল। ফিফা আইন অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ক্লাব ফুটবলারকে ছাড়তে বাধ্য। সেই নিয়ম অনুযায়ী, ৬ সেপ্টেম্বরের ম্যাচের জন্য হামজার ৪ সেপ্টেম্বর কাঠমান্ডুতে থাকার কথা ছিল। হামজা সরাসরি নেপালে আসবেন, এমন পরিকল্পনা নিয়ে কাজ করছিল ফেডারেশন। বাফুফে সভাপতি হামজাকে দলে অন্তর্ভুক্ত করার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন। ফিফার আইন বাংলাদেশের পক্ষে থাকলেও, ভবিষ্যতে সম্পর্ক মসৃণ রাখতে লেস্টার এবং হামজার এজেন্টের সঙ্গে কিছুটা নমনীয় আচরণ করেছে বাফুফে।

গত শুক্রবার ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি ২-০ গোলে জয় লাভ করে। সেই ম্যাচে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় এই বাংলাদেশি মিডফিল্ডারকে। বার্মিংহামের কেসি অ্যান্ডারসনের সঙ্গে সংঘর্ষে চোট পাওয়ার পর হামজা কিছুক্ষণ খুঁড়িয়ে হাঁটেন এবং পরে বদলি খেলোয়াড় হিসেবে মাঠ থেকে উঠে যান। হামজার চোট নিয়ে লেস্টার কিংবা ইংলিশ গণমাধ্যম থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এই জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন হামজা।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ ফুটবল দল

আপডেট সময় : ০১:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

সেপ্টেম্বরের আসন্ন ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন না হামজা চৌধুরী। সম্প্রতি ফুটবল মহলে এই গুঞ্জন ছড়িয়ে পড়লেও আজ, মঙ্গলবার, বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল, বুধবার, কাঠমান্ডুর উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল।

আজ বিকেলে বাফুফে ভবনে এসেছিলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের আমের খান বলেন, ‘নেপাল সফরে হামজা আসছে না। শেষ ম্যাচে সে সামান্য চোট পেয়েছে। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং তার সুস্থতার কথা বিবেচনা করে হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না বলে তার এজেন্ট আমাদের জানিয়েছে।’

বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরার তালিকায় থাকায় বাফুফে হামজাকে চেয়ে লেস্টার সিটিকে চিঠিও দিয়েছিল। ফিফা আইন অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ক্লাব ফুটবলারকে ছাড়তে বাধ্য। সেই নিয়ম অনুযায়ী, ৬ সেপ্টেম্বরের ম্যাচের জন্য হামজার ৪ সেপ্টেম্বর কাঠমান্ডুতে থাকার কথা ছিল। হামজা সরাসরি নেপালে আসবেন, এমন পরিকল্পনা নিয়ে কাজ করছিল ফেডারেশন। বাফুফে সভাপতি হামজাকে দলে অন্তর্ভুক্ত করার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন। ফিফার আইন বাংলাদেশের পক্ষে থাকলেও, ভবিষ্যতে সম্পর্ক মসৃণ রাখতে লেস্টার এবং হামজার এজেন্টের সঙ্গে কিছুটা নমনীয় আচরণ করেছে বাফুফে।

গত শুক্রবার ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি ২-০ গোলে জয় লাভ করে। সেই ম্যাচে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় এই বাংলাদেশি মিডফিল্ডারকে। বার্মিংহামের কেসি অ্যান্ডারসনের সঙ্গে সংঘর্ষে চোট পাওয়ার পর হামজা কিছুক্ষণ খুঁড়িয়ে হাঁটেন এবং পরে বদলি খেলোয়াড় হিসেবে মাঠ থেকে উঠে যান। হামজার চোট নিয়ে লেস্টার কিংবা ইংলিশ গণমাধ্যম থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এই জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন হামজা।