ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কন্যার বাবা হয়ে নতুন আনন্দে মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১২:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দ্বিতীয়বারের মতো পিতা হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তার ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ সুখবরটি জানিয়েছেন মিরাজ। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’

এর আগে ২০২০ সালের ১০ অক্টোবর স্ত্রী রাবেয়া আক্তার প্রীতির কোলজুড়ে এসেছিল তাদের প্রথম সন্তান, একটি পুত্রসন্তান। প্রায় পাঁচ বছর পর আবারও পিতৃত্বের আনন্দে ভাসলেন মিরাজ।

স্ত্রীর পাশে থাকার জন্য চলমান নেদারল্যান্ডস সফরে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছিলেন মিরাজ। আসন্ন এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতি চললেও পারিবারিক এই আনন্দের মুহূর্তে প্রিয়জনদের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি।

ভক্ত-অনুরাগীরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিরাজ ও তার পরিবারের জন্য শুভকামনা জানাচ্ছেন। ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনায় শুভেচ্ছায় ভাসছেন এ তারকা অলরাউন্ডার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

কন্যার বাবা হয়ে নতুন আনন্দে মিরাজ

আপডেট সময় : ১২:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দ্বিতীয়বারের মতো পিতা হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তার ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ সুখবরটি জানিয়েছেন মিরাজ। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’

এর আগে ২০২০ সালের ১০ অক্টোবর স্ত্রী রাবেয়া আক্তার প্রীতির কোলজুড়ে এসেছিল তাদের প্রথম সন্তান, একটি পুত্রসন্তান। প্রায় পাঁচ বছর পর আবারও পিতৃত্বের আনন্দে ভাসলেন মিরাজ।

স্ত্রীর পাশে থাকার জন্য চলমান নেদারল্যান্ডস সফরে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছিলেন মিরাজ। আসন্ন এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতি চললেও পারিবারিক এই আনন্দের মুহূর্তে প্রিয়জনদের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি।

ভক্ত-অনুরাগীরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিরাজ ও তার পরিবারের জন্য শুভকামনা জানাচ্ছেন। ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনায় শুভেচ্ছায় ভাসছেন এ তারকা অলরাউন্ডার।