ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল-১ আসন

জনতার প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা লে. কর্নেল (অব.) আজাদের

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৯:৪৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
শনিবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনের নিজ নামে গড়া আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে কয়েক হাজার জনতার উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।
ঘোষণা অনুষ্ঠানে আসাদুল ইসলাম আজাদ বলেন, “আমি জনগণের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”
এর আগে উপস্থিত জনতার উদ্দেশে জানানো হয়, স্বতন্ত্র প্রার্থী হতে হলে সাড়ে চার হাজার ভোটারের সম্মতি স্বাক্ষর প্রয়োজন। এ সময় তার আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে অসংখ্য নারী-পুরুষ দুই হাত তুলে স্বাক্ষর দিতে সম্মতি জানান, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
উল্লেখ্য, আসাদুল ইসলাম আজাদ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলটি এ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনকে মনোনয়ন দিয়েছে। এ আসনে আরও দুজন প্রার্থী বিএনপির মনোনয়ন চেয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
জনতার বিপুল সমর্থনে উজ্জীবিত আসাদুল ইসলাম আজাদ বলেন, “ জনগণ চাইলে আমি তাঁদের প্রতিনিধি হয়ে কাজ করব। আমার লক্ষ্য দরিদ্র মানুষের আয় বাড়ানোর ব্যবস্থা,কারিগরি শিক্ষার উন্নয়ন, স্বচ্ছতা ও সেবার রাজনীতি।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাঁর প্রার্থীতা এ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ প্রার্থীতা ঘোষণার ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নুরে আলম মেম্বার, মিজানুর রহমান, মিনহাজ উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন
রাত সাড়ে ৭ টা পর্যন্ত মাঠে কর্মসূচি চলে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

টাঙ্গাইল-১ আসন

জনতার প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা লে. কর্নেল (অব.) আজাদের

আপডেট সময় : ০৯:৪৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
শনিবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনের নিজ নামে গড়া আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে কয়েক হাজার জনতার উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।
ঘোষণা অনুষ্ঠানে আসাদুল ইসলাম আজাদ বলেন, “আমি জনগণের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”
এর আগে উপস্থিত জনতার উদ্দেশে জানানো হয়, স্বতন্ত্র প্রার্থী হতে হলে সাড়ে চার হাজার ভোটারের সম্মতি স্বাক্ষর প্রয়োজন। এ সময় তার আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে অসংখ্য নারী-পুরুষ দুই হাত তুলে স্বাক্ষর দিতে সম্মতি জানান, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
উল্লেখ্য, আসাদুল ইসলাম আজাদ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলটি এ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনকে মনোনয়ন দিয়েছে। এ আসনে আরও দুজন প্রার্থী বিএনপির মনোনয়ন চেয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
জনতার বিপুল সমর্থনে উজ্জীবিত আসাদুল ইসলাম আজাদ বলেন, “ জনগণ চাইলে আমি তাঁদের প্রতিনিধি হয়ে কাজ করব। আমার লক্ষ্য দরিদ্র মানুষের আয় বাড়ানোর ব্যবস্থা,কারিগরি শিক্ষার উন্নয়ন, স্বচ্ছতা ও সেবার রাজনীতি।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাঁর প্রার্থীতা এ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ প্রার্থীতা ঘোষণার ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নুরে আলম মেম্বার, মিজানুর রহমান, মিনহাজ উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন
রাত সাড়ে ৭ টা পর্যন্ত মাঠে কর্মসূচি চলে।