টাঙ্গাইল-১ আসন
মধুপুরে বিএনপি প্রার্থী স্বপন ফকিরের বিশাল মিছিল
- আপডেট সময় : ০৮:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের পক্ষে সোমবার বিকেলে মধুপুরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল উপলক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বপন ফকির বলেন, “২৫ বছর ধরে মধুপুর-ধনবাড়ীর মানুষের সঙ্গে আমার সম্পর্ক। আমি যদি এবারের নির্বাচনে সুযোগ পাই, তাহলে মধুপুর ও ধনবাড়ীর উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। আমাকে একবারের মতো সুযোগ দিন।”
তিনি আরও বলেন, “ বিএনপি ক্ষমতায় এলে মধুপুরকে একটি আধুনিক শহরে রূপান্তর করা হবে।”
মিছিলে অংশ নেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা। তারা স্বপন ফকিরের পক্ষে নানা স্লোগান দেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মিছিলের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ আসনে বিএনপির নির্বাচনী রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হলো।















