ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কনকনে ঠান্ডায়

মধুপুরে গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৭:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আজ সর্বোচ্চ শীত অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিক উদ্যোগ নিয়ে গভীর রাতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার দিবাগত রাত ১২টায় মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রচণ্ড শীতে কাঁপতে থাকা অসহায় মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন।

গভীর রাতে শীতার্ত মানুষের খোঁজখবর নিয়ে রাস্তাঘাট, বাজার এলাকা ও খোলা স্থানে অবস্থানরত দুস্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব আল রানা, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল’সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ইউএনও জুবায়ের হোসেন বলেন, প্রচণ্ড শীতে ছিন্নমূল ও ভাসমান মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। শীত যতদিন থাকবে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গভীর রাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, চলমান শৈত্যপ্রবাহে মধুপুর উপজেলার নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এই কম্বল বিতরণ কর্মসূচি শীতার্ত মানুষের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

কনকনে ঠান্ডায়

মধুপুরে গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

আপডেট সময় : ০৭:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আজ সর্বোচ্চ শীত অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিক উদ্যোগ নিয়ে গভীর রাতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার দিবাগত রাত ১২টায় মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রচণ্ড শীতে কাঁপতে থাকা অসহায় মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন।

গভীর রাতে শীতার্ত মানুষের খোঁজখবর নিয়ে রাস্তাঘাট, বাজার এলাকা ও খোলা স্থানে অবস্থানরত দুস্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব আল রানা, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল’সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ইউএনও জুবায়ের হোসেন বলেন, প্রচণ্ড শীতে ছিন্নমূল ও ভাসমান মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। শীত যতদিন থাকবে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গভীর রাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, চলমান শৈত্যপ্রবাহে মধুপুর উপজেলার নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এই কম্বল বিতরণ কর্মসূচি শীতার্ত মানুষের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।