মধুপুরে স্বতন্ত্র ও ধনবাড়ীতে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- আপডেট সময় : ১০:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল -১ (মধুপুর ধনবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তার ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত লে.কর্নেল(অব.) আসাদুল ইসলাম আজাদ। অপর দিকে জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করতে অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি ধনবাড়ীতে অপর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার বিকেলে দুই প্রার্থী পৃথকভাবে পৃথক অফিসে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
লে. কর্নেল (অব.) আসাদুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণ করেন মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন। এ সময় মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নতারাসহ প্রার্থীর সাথে থাকা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল করে বাইরে এসে প্রার্থী আসাদুল ইসলাম আজাদ গণমাধ্যমকর্মীদের জানান, ভোটারগণ যোগ্য ভেবে যাকে ইচ্ছে তাকে ভোট দিবেন। জনগণের সমর্থনের প্রতি তিনি সম্মান দেখাবেন। তবে ভোট প্রক্রিয়ায় কোন অসাধুতা বা অনিয়ম রােধ করতে ও নিজের ভোটের হেফাজত করতে ভোটারদের প্রস্তুত থাকারও অনুরোধ করেছেন তিনি। তিনি নির্বাচিত হলে এলাকার বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে যুবাদের স্বাবলম্বী করার প্রতি প্রথম গুরুত্ব দিবেন বলে জানিয়েছেন।

এদিকে অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনির মনোনয়নপত্র গ্রহণ করেন ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরজাহান আক্তার সাথী। এ সময় ধনবাড়ী নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার, সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেনসহ প্রার্থীর পক্ষে ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মজনু, মধুপুর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
ইলিয়াস হোসেন মনি জানান, গণতন্ত্রে ভোটের মাধ্যমে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করে। আর সেই প্রতিনিধির মাধ্যমে জনগণ দেশের উন্নয়ন প্রত্যাশা করে। সুষ্ঠু ও সহাবস্থানের শান্তির রাজনীতি চায়। মধুপুর ও ধনবাড়ীতে সেই ধারা সৃষ্টির প্রচেষ্টা করবেন বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ছাড়া সুযোগ পেলে তিনি এলাকার অর্থনীতির চালিকাশক্তি বিখ্যাত আনারসের এই এলাকায় আনারস প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থার উদ্যোগ নিবেন এবং বন সংরক্ষণে কার্যকর উদ্যোগের ব্যবস্থা নিবেন বলেও জানান।






















