গাজায় যুদ্ধবিরতির দাবিতে অস্ট্রেলিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

- আপডেট সময় : ১১:১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন বন্ধ ও মানবিক ত্রাণ সরবরাহের দাবিতে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে ইতিহাস গড়ল হাজারো মানুষ। রোববার (৩ আগস্ট) প্রবল বৃষ্টির মধ্যেই হাজার হাজার বিক্ষোভকারী ব্রিজ পার হয়ে ফিলিস্তিনের পক্ষে মিছিল করেন।
‘মার্চ ফর হিউম্যানিটি’ আয়োজিত এই বিক্ষোভে অংশ নেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও। অংশগ্রহণকারীদের অনেকেই ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়ি-পাতিল বহন করেন এবং হাতে ফিলিস্তিনের সমর্থনে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা শ্লোগানে শ্লোগানে ফিলিস্তিনের মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির দাবি জানান।
নিউ সাউথ ওয়েলসের প্রধান ও পুলিশ কর্তৃপক্ষ ব্রিজে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করলেও রাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার রায় দেন, মিছিলটি আইনসম্মতভাবে চলতে পারবে। পুলিশের পক্ষ থেকে শতাধিক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয় এবং বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
একই সময়ে মেলবোর্নেও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল।
এদিকে, একইদিনে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গাভির গাজা দখল করে সেখানে ইসরাইলের পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা ঘোষণা দেন। জেরুজালেমের একটি বিতর্কিত স্থানে আয়োজিত অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই মিছিলটি ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সমর্থনের এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।